চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে নগরের কোতোয়ালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বাবলা ধর, সজল শীল ও দুর্লভ দাস।
পুলিশ বলছে, গ্রেপ্তার তিন জনের মধ্যে দুর্লভ দাস আইনজীবী হত্যার ঘটনার সময় ধারালো অস্ত্র হাতে ছিলেন। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন আইনজীবী হত্যায় অংশ নিয়েছিলেন। ঘটনার সময় তার হাতে ধারালো অস্ত্র ছিল। গ্রেপ্তার তিনজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা দাঁড়াল ৩৮ জনে। এর মধ্যে হত্যায় জড়িত ছিলেন নয় জন।
আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে‘ইসকন শুধু মুসলমানদের শত্রু নয়, হিন্দুদেরও শত্রু’আইনজীবী সাইফুল হত্যা : সরানো হলো পুলিশের ডিসি-ওসিকে
ওসি আরও জানান, আইনজীবী হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। তবে মামলা করতে আসার কথা রয়েছে।
এর আগে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হয়। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হলে বাধা দেন তার অনুসারীরা। তারা প্রায় চার ঘণ্টা প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন।
পরে পুলিশ, বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে নগরীর রঙ্গম কনভেনশন হলের পাশের গলির ভেতরে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।