পুরো টিম হয়ে খেলল দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কোনো ফিফটি নেই, ছিল না তেমন কোনো ঝোড়ো ইনিংস। তবুও স্কোরবোর্ডে জমা পড়েছে দুইশ ছুঁইছুঁই রান। আর্থিক সমস্যায় মিটতেই যেন ফের জ্বলে উঠলেন এনামুল হক ব্রিগেড।
শুক্রবার দিনের প্রথম খেলায় ওপেনিংয়ে দারুণ শুরু পায় রাজশাহী। দুই ওপেনার তিন ওভারেই তুলে নেয় ৩০ রান। ১৪ বলে ১৯ রান করা মোহাম্মদ হারিসকে ফেরান নাহিদুল ইসলাম। আরেক ওপেনার জিসান আলমের ব্যাটে আসে ২০ রান।
অধিনায়ক এনামুল হক ছোট তাণ্ডব চালালেও ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে ৩২ রান যোগ করেন এনামুল। চারে নামা রায়ান বার্ল খেলেন ইনিংসের সর্বোচ্চ স্কোর। ২৭ বলে জিম্বাবুইয়ান হার্ডহিটার খেলেন ৪১ রানের ইনিংস। পরে ইয়াসির আলীর ১৯ ও মৃত্যুঞ্জয়ের ১২ রানের ছোট ঝড়ে দেড়শ ছাড়িয়ে দুইশ রানের কাছাকাছি যায় রাজশাহী।