ছোট পর্দার এখনকার সময়ের পরিচিত মুখ, অভিনেত্রী আইশা খান। নাটক, ওয়েব সিরিজের পাশাপাশি বড় পর্দায় কাজ করেও দর্শকের মন জয় করেছেন তিনি। আইশা তার অভিনয়গুণের পাশাপাশি তার ব্যক্তিত্ব, চিন্তাধারা ও পোশাক-আশাকের রুচির জন্যও প্রশংসিত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পোশাক-আশাক নিয়ে কথা বলতে শোনা যায় আইশাকে। সেখানে অভিনেত্রী নিজেকে সেই পুরোনো দিনের মানুষের সঙ্গেই তুলনা করেন। আইশার কথায়,‘আমি খুবই ব্যাকডেটেড একটা মানুষ, একটুও ফ্যাশনেবল কিংবা ফ্যাশন সচেতনও না। আমার কাছে মনে হয়, আমি যা পরে কমফোর্টেবল, যা আমি ক্যারি করতে পারব আমি সে ধরনের পোশাক, মেকআপ পরিধান করতে পছন্দ করি।’
আইশা খান বলেন, ‘এখন অনেকে ট্রেন্ড ফলো করে। আমি কখনোই ট্রেন্ডি ছিলাম না, কখনো স্রোতে গা ভাসাইনি। আমার শুধু মনে হতো, আমার এ জামাটাতে ভালো লাগছে, আমি এটাই পরব।’
এই অভিনেত্রীকে আইশা খান নামে চিনলেও তার পুরো নাম তাহিয়া তাজিন খান আইশা। জাহিদ প্রীতমেরই নাটক ‘বুক পকেটের গল্প’ নাটকের ‘মালিহা’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। কাজ করেছেন ‘কাইজার’, ‘মারকিউলিস’–এর মতো ওয়েব সিরিজে। গত বছর ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’ চলচ্চিত্র ‘ভয়াল’-এ কাজ করে দর্শকের আরও কাছে পৌঁছান তিনি।