1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

কামরাঙ্গীরচরে কারখানায় মালিককে হত্যা, তিনজন গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

রাজধানীর কামরাঙ্গীরচরে কাপড় প্রিন্টিং ব্যবসায়ী নূর-এ-আলম হত্যা মামলায় তার কারখানার কর্মচারী মিরাজসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– কারখানার কর্মচারী মিরাজ, রিফাত ও শিপন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে নূর-এ-আলম তার নিজ কারখানাতেই ঘুমাচ্ছিলেন। কর্মচারী মিরাজ সেই রাতে বহিরাগতদের নিয়ে কারখানায় জুয়া খেলছিলেন। পাশের কক্ষ থেকে মালিক নূর-এ-আলম টের পেয়ে তাদের বকাঝকা করলে ক্ষিপ্ত হয়ে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন মিরাজ। পরে নূরে আলমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

এরপর হত্যাকারীরা মরদেহ টুকরো টুকরো করে কারখানাতেই পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢেকে দেয়। পরদিন সকালে নূর-এ-আলম বাড়িতে না ফেরায় থানায় অভিযোগ করে তার পরিবার।

পরে পুলিশ তদন্তে নেমে মিরাজ, শিপন ও রিফাতকে গ্রেফতার করে। এ ঘটনায় পলাতক অপর আসামি জাহিদকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানায় পুলিশ।

নূর-এ-আলমের পরিবার সূত্রে জানা যায়, কামরাঙ্গীরচরের হাসান নগরে এক বছর আগে ফ্যাক্টরি স্থাপন করেন আলম। সেখানেই তিনি থাকতেন। তার পরিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট