তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিতে শনিবার চাঁপাইনবাবগঞ্জে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। মাহফিলকে ঘিরে জেলাজুড়ে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা আয়োজকদের। ইতোমধ্যেই মাহফিল মাঠে অনেক লোক সমাগমও ঘটেছে। এ ছাড়া অনেকে পথে রয়েছেন। এ অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে জোহর নামাজ শেষে বয়ান পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারীর।
সরেজমিনে মাহফিল এলাকায় গিয়ে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে ট্রাক, মাহিন্দ্র, অটোরিকশা, মোটরসাইকেলের চলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে প্রায় সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে প্রায় সাড়ে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাক ও যানবাহনগুলো ধীর গতিতে চলছে। এ অবস্থায় মাহফিল কমিটির সেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছেন।
মাহফিল কমিটির সেচ্ছাসেবক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সিবগাতুল্লাহ বলেন, চাঁপাইনবাবগঞ্জে আজাহারীর মাহফিল উপলক্ষে অনেক লোকসমাগম হচ্ছে। এই কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যানজট নিয়ন্ত্রণে চেষ্টা করছি এবং পথচারী ও মানুষকে বুঝাচ্ছি।
সেচ্ছাসেবক সানাউল্লাহ বলেন, রাস্তায় অনেক যানজটের কারণে আমরা দায়িত্ব পালন করতে হিমশিম খাচ্ছি। তবুও দায়িত্ব পালন করতে হবে, সেজন্য কষ্ট করে হলেও দায়িত্ব পালন করছি। আমরা যানবাহন চালককে নির্দিষ্ট সারি দিয়ে যেতে বলছি, কিন্তু তারা আমাদের কথা না শোনার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছে।
সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্য নিয়ে আসা ট্রাকচালক হাফিজুর রহমান মুন্না বলেন, সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্যবাহী ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি। রাস্তায় প্রচুর যানজট। সোনামসজিদ থেকে এখানে আসতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। কিন্তু আজকে এখানে আসতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা মতো।
আরেক ট্রাকচালক রিপন বলেন, আজকে এই রাস্তায় প্রচুর যানজট। আমাদের এখানে আসতে সাধারণত ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে। আজ সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা।
পথচারী শামিম রেজা বলেন, রাণিহাটি ইউনিয়ন থেকে তাফসির মাহফিল দেখতে আসছিলাম। আসার সময় অটোতে করে এসেছিলাম কিন্তু এখন কোনো বাহন না পাওয়ায় হেঁটে যাচ্ছি। এতে কষ্ট হচ্ছে তবে কিছু করার নাই।
আরেক পথচারী মহবুল ইসলাম বলেন, তাফসির মাহফিল শুনতে এসেছিলাম। এখন অটো না পাওয়ায় হেঁটে যাচ্ছি। তবে কুরআনের তাফসির মাহফিল শুনতে আসায় হেঁটে যাওয়ার এই কষ্ট কিছু মনে হচ্ছে না। তবে শুনেছি আগামীকাল সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরের গাড়িগুলো কানসাট-গোমস্তাপুর হয়ে যাবে। তবে এই গাড়ি চলাচলের রুটটি আজ থেকে চালু হলে ভালো হতো।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সদর ট্রাফিক শাখা (টিআই-১) মো. আজিজ ফেরদৌস বলেন, যানজট নিরসনে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছেন। অনেক দূরদূরান্ত থেকে লোকজন আসায় একটু যানজট সৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দরের গাড়িগুলো কানসাট-গোমস্তাপুর হয়ে যাবে। এ ছাড়া যানজট নিরসনে আমরা আরও পদক্ষেপ নিচ্ছি।
প্রসঙ্গত, জাবালুন নূর ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ এই ঐতিহাসিক মাহফিলের আয়োজন করছে। এ মাহফিলে সভাপতিত্ব করবেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।