1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

কৃষক দল নেতাকে পেটালেন বিএনপি নেতা

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর সুবর্ণচরে ওয়ার্ড কৃষকদলের সভাপতিকে প্রকাশ্যে পেটানোর অভিযোগ উঠেছে একই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রিতে বাঁধা দেওয়ায় তার ওপর হামলা চালানো হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির ওই নেতা।

গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার চর জুবলি ইউনিয়নের চরমহিউদ্দিন বাজারে এ ঘটনা ঘটে।

 

আহত কৃষকদল নেতা আব্দুল করিম (৫০) চর জুবলি ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড কৃষকদলের সভাপতি। অপরদিকে, অভিযুক্ত মাহবুবুল হক চৌধুরী একই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

 

আব্দুল করিম অভিযোগ করে বলেন, চর জুবলি ইউনিয়নে গৃহহীনদের জন্য সরকারিভাবে আশ্রয়ণ কেন্দ্রের প্রায় ৮০০ ঘর নির্মাণ করা হয়।  গত ৫ আগস্ট পরবর্তী সময়ে সেখান থেকে ৪১টি ঘর নামে বেনামে মানুষের কাছে বিক্রি করে দেয় মাহবুবুল হক চৌধুরী। একটি ঘর ২০ থেকে ৩০ হাজার টাকা হারে বিক্রি করেন তিনি।

 

তিনি আরও বলেন, বিষয়টি জানতে পেরে আমি বাধা দেয়।  এসিল্যান্ডকে বিষয়টি জানায়। এর জেরে মাহবুবুল হক ও তার সহযোগীরা চরমহিউদ্দিন বাজারে আমার পথ আটকিয়ে বেধড়ক মারধর করে। আমার সঙ্গে থাকা এক লাখ সাত হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহবুবুল হকের মোবাইল ফোনে  কল করা হলে তিনি এ সম্পর্কে কিছু জানেন না বলে জানান।  পরে লাইনটি কেটে দেন তিনি।

 

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘চর মহিউদ্দিন গ্রামে আশ্রয়ণের ৪০টি ঘর খালি ছিল। বন্দোবস্ত না পাওয়া কিছু লোক ওই ঘরগুলোতে ঢুকে পড়ার খবর পেয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট