1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

গাজীপুরে অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায় মো. হাবিবুর রহমান (৪২) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদরের পূর্ব ধীরাশ্রমের কোনাপাড়া এলাকা থেকে হাবিবের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত  হাবিব জামালপুরের মেলান্দহের টঙ্গী ইউনিয়নের মৃত আব্দুল বারেক উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে গাজীপুরের পূবাইল মেঘডুবি পশ্চিম পাড়ায় (ভাসানী রোড জিয়ার বাড়ি) ভাড়া থাকতেন।

 

স্থানীয়রা জানায়, সোমবার হাবিব তার অটোরিকশা নিয়ে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে ধীরাশ্রম রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে জয়দেবপুর থানার ওসি মেহেদী হাসান ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যান।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ওসি মেহেদী হাসান জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট