গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার দুই মাসের বেতন বকেয়া রয়েছে। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেননি।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।