1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন

গুরুতর অসুস্থ হয়ে আইসিউতে বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি নন্দিত অভিনেতা প্রবীর মিত্র। ফুসফুসের সমস্যা ও অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু কারণে সম্প্রতি তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে নেয়া হয় আইসিইউতে।

অভিনেতার বর্তমান অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রবীর মিত্রের ছেলে মিথুন মিত্র। তিনি বলেন, তার বাবার বার্ধক্যজনিত কিছু জটিলতার কারণে গত ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয়ছে। পরীক্ষা-নিরিক্ষা করে ফুসফুসে সমস্যা ধরা পড়েছে।

বর্তমানে অক্সিজেনের স্বল্পতাসহ হচ্ছে ইন্টারনাল ব্লিডিং। সেই সঙ্গে প্লাটিলেটও কমে গেছে। তেমন কোনো অগ্রগতি নেই। চিকিৎসকরা তাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান মিথুন মিত্র।

উল্লেখ্য, পরিচালক এইচ আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন প্রবীর মিত্র। তার প্রথম সিনেমার নাম ‘জলছবি ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট