নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। সোমবার ভোরে উপজেলার ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন— সোহাগ (২৩), রুপালি (২০), সামিয়া (১০), জান্নাত (৪), হান্নান (৫০), সাব্বির (১২), সুমাইয়া (দেড় বছর ) ও নুরজাহান (৩৫)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, ‘বাড়িটির নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গিয়েছে। ধারণা করা হচ্ছে, সেই গ্যাসের লাইন লিকেজ থেকে বাড়িটি গ্যাস চেম্বার হয়ে গিয়েছিল। গভীর রাতে মশার কয়েল থেকে আগুন ধরে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থেকে দগ্ধ নারী-শিশুসহ আটজনকে আনা হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। হান্নানের শরীরের ৪৫ শতাংশ, শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ, রুপালির ৩৪ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, নুরজাহান লাকির ২২ শতাংশ, সামিয়ার ৯ শতাংশ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে।’