1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ রবিউল যাচ্ছেন থাইল্যান্ডে

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টে শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে নেমে গুলিবিদ্ধ হওয়া রবিউল হোসাইন পলাশকে (৪৮) উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠানো হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য রবিউলের থাইল্যান্ড যাওয়ার ছাড়পত্র দিয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।

শনিবার উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা হন রবিউল। থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে উন্নত চিকিৎসা নেবেন তিনি।

সিএমএইচ হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ আগস্ট তলপেট ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ হয়ে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হন রবিউল হোসাইন পলাশ (৪৮)। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন তিনি।

গত ৪ আগস্ট অস্ত্রোপচার করে মেরুদণ্ডে আটকে থাকা গুলি বের করা হয়েছিল তার। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ২৪ আগস্ট সিএমএইচে আনা হয় তাকে। এরপর ২৬ সেপ্টেম্বর সিএমএইচে উন্নত চিকিৎসা ভি-ওয়াই করানো হলেও খুব একটা কাজ হয়নি। যে কারণে পরবর্তী প্রক্রিয়ার জন্য এখন তাকে থাইল্যান্ড পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট