1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

জোড় ইজতেমায় ১৮ দেশের মুসল্লি, ১ জনের মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে চলমান জোড় ইজতেমায় বিশ্বের ১৮টি দেশের মুসল্লি অংশগ্রহণ করেছেন। প্রায় দুই লাখ মানুষের উপস্থিতিতে গতকাল পাঁচ দিনব্যাপী এ জোড় ইজতেমা শুরু হয় গাজীপুরের টঙ্গীতে।

গত একদিনে আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসল্লি মারা গেছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা।

আজ শনিবার (৩০ নভেম্বর) আয়োজিত প্রথম পর্বের আয়োজক তাবলিগ জামায়াত বাংলাদেশ (শুরায়ি নেজাম) এর মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান নিউজ২৪ কে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জোড় ইজতেমায় দুই লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন। আজ সকাল ১০টা পর্যন্ত ১৮টি দেশ থেকে মোট ২৫৭ জন মেহমান উপস্থিত ছিলেন। যাদেরকে আন্তর্জাতিক শুরা বলা হয়। তারা হলেন- ইয়েমেন থেকে ২৭, নরওয়ে থেকে ১, পাকিস্তান থেকে ৬১, সৌদি আরব থেকে ১৪, সিরিয়া থেকে ১, অস্ট্রেলিয়া থেকে ১৩, ইংল্যান্ড থেকে ৯, কিরিগিজস্থান থেকে ১৭, সেরালিয়োন থেকে ২, জার্মানি থেকে ২, জাপান থেকে ২, যুক্তরাষ্ট্র থেকে ২, ইতালি থেকে ৫, কানাডা থেকে ৩, আফগানিস্তান থেকে ৭, ভারত থেকে ৮৯, চীন থেকে ১ ও দুবাই থেকে ১ জন রয়েছেন।

তিনি আরো জানান, বর্তমানে পুরো জোড় ইজতেমায় উপস্থিত রয়েছেন প্রায় ২ লাখ মুসল্লি। তারা সবাই তাবলীগের তিন চিল্লার সাথী ও সময় লাগানো ওলামা। এর আগে গতকাল শুক্রবার জুমার নামাজ পড়েছেন প্রায় আড়াই লাখ মুসল্লি।

হাবিবুল্লাহ রায়হান জানান, আজ শনিবার জোড় ইজতেমায় বাদ ফজর বয়ান করেছেন পাকিস্তানের রাইব্যান্ডের মাওলানা জিয়াউল হক।

সকাল ১০টার পর থেকে চলে কারগুজারির আমল। বাদ আছর বয়ান করবেন মাওলানা ফারুক। বাদ মাগরিব আম বয়ান করবেন ভারতের মাওলানা ইবরাহীম দেউলা।

হাবিবুল্লাহ রায়হান আগাম জানান, বর্তমানে ইজতেমার মাঠে অবস্থানরত তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায় নিজাম) এর ইজতেমা ৩১ জানুয়ারি হতে ২ ফেব্রুয়ারি ২০২৫ এবং সাদপন্থীদের ইজতেমা সাত ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে।

এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:), মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষরিত সিদ্ধান্ত সমূহে এ কথা স্পষ্ট করা হয়েছে- টঙ্গী ইজতেমার মাঠে সাদ পন্থীদের প্রবেশের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৫।

তিনি অভিযোগ করেন, গতকাল (শুক্রবার) থেকে সাদপন্থীদের ২০-২৪ তারিখ টঙ্গীর মাঠে জোড় ইজতেমার কথা বিভিন্ন মিডিয়ার শোনা যাচ্ছে। যা প্রশাসনিক সিদ্ধান্ত বহির্ভূত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট