অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আপাতত যে কাজ করলে দ্রুততম সময়ে নির্বাচন করা সম্ভব, সেই কাজগুলো শেষ করেন। ডানে বামে এদিক সেদিক টালবাহানা করে কোনো সময় ক্ষেপণ করবেন না। এটা জনগণ মেনে নেবে না। কবে কখন কিভাবে নির্বাচন হবে, নির্বাচনের রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাসহ ৪ দফা দাবিতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিছুর রহমান লাকুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক রংপুর জেলা সভাপতি এমদাদুল হক ভরসা, সাবেক এমপি শাহিদার রহমান জোসনাসহ উপজেলা এবং জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।
সমাবেশে আবুল খায়ের আরও বলেন, বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল। কিন্তু এই সরকার দীর্ঘকালের জন্য নয়। এটার একটা নির্দিষ্ট সময় আছে। ওনারা সংস্কার করুক। তবে সংস্কার একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। নির্বাচিত সরকার এসে সেটা বাস্তবায়ন করবে।
তিনি আরও বলেন, পতিত সরকারের পেতাত্মারা এখনো অন্তর্বর্তীকালীন সরকারের রন্ধে রন্ধে বসবাস করছে। সে কারণে দ্রব্যমূল্যের দাম কমছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এই সমস্যার একমাত্র সমাধান নির্বাচন।
সমাবেশ উপলক্ষে কয়েক হাজার নেতাকর্মী দুপুর থেকেই আসতে শুরু করে। বিকেল হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয় পাবলিক লাইব্রেরি মাঠ। নেতাকর্মীরা অবস্থান নেন মাঠের বাইরের দুই রাস্তায়। খালেদা জিয়া, তারেক রহমান স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল।
সমাবেশে রংপুর জেলা ও উপজেলা এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল, তাঁতী দল ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।