1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

টিকটক করায় মেয়েকে গুলি করে হত্যা করল বাবা

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

টিকটক ভিডিও করায় মেয়েকে গুলি করে হত্যা করেছে বাবা। চাঞ্চল্যকর এই ঘটনাটি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায়। পুলিশের কাছে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন ওই ঘাতক বাবা।

গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটার একটি রাস্তায় এই নৃশংস ঘটনা ঘটে।  নিহত ওই কিশোরীর জন্ম পাকিস্তানে। সম্প্রতি সে পরিবারের সঙ্গে পাকিস্তানের বেলুচিস্তানে ফিরে এসেছিল।

পুলিশ কর্মকর্তা বাবর বালোচ বলেন, ‘নিহত কিশোরীর বাবা সন্দেহভাজন আনোয়ার উল-হক প্রাথমিকভাবে বলেছিলেন, ‘অজ্ঞাত বন্দুকধারীরা তার ১৫ বছর বয়সি আমেরিকান মেয়েকে গুলি করে হত্যা করেছে’।  তবে পরে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। ’

আরেক তদন্তকারী পুলিশ কর্মকর্তা জোহাইব মহসিন বলেন, ‘তদন্তে দেখা গেছে যে, ওই কিশোরীর পোশাক, জীবনযাত্রা এবং সামাজিক সমাজিক জীবন নিয়ে তার পরিবারের আপত্তি ছিল। ’

তিনি বলেন, ‘আমাদের কাছে নিহতের ফোন আছে। এটি বন্ধ।  আমরা অনার কিলিং (সম্মান রক্ষার্থে হত্যা)-সহ সব দিক তদন্ত করছি। ’

বালোচ বলেন, পরিবারটি প্রায় ২৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছিল। সম্প্রতি তারা মুসলিম প্রধান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ফিরে এসেছে।  ঘাতক ওই ব্যক্তির মার্কিন নাগরিকত্ব রয়েছে।

তিনি আরও বলেন, আনোয়ার উল-হক বলেছেন, তার মেয়ে যুক্তরাষ্ট্রে থাকতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ‘আপত্তিকর’ কন্টেন্ট তৈরি  শুরু করেছিল।  পাকিস্তানে ফিরে আসার পরও সে টিকটকে ভিডিও শেয়ার করতো।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আনোয়ার উল-হকের শ্যালককেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তথ্যসূত্র: সিএনএন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট