সাতক্ষীরা জেলার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা-ডুসাস’ এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আলী আশরাফ সিদ্দিকী এবং মো. আহসান হাবীব (ইমরোজ)।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় বিকেল পৌনে ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ জসিম।
শিক্ষার্থীদের সরাসরি ভোটে দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মো. আলী আশরাফ সিদ্দিকী ৮৮ ভোট পেয়ে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. আহসান হাবীব (ইমরোজ) সর্বোচ্চ ১৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব সেতু ৭৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, এবারই প্রথম সরাসরি নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বেছে নিলো ঢাকা বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা।