দক্ষিণ কোরিয়ার আনসেওং শহরের হাইওয়েতে মঙ্গলবার নির্মাণাধীন একটি এলিভেটেডওয়ের অংশ পড়ে৷ এ ঘটনায় এ পর্যন্ত চারজন নির্মাণ শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে৷ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে দুইজন চীনের এবং বাকি দুইজন দক্ষিণ কোরিয়ার নাগরিক৷ আহতদের মধ্যেও এক চীনা নাগরিক রয়েছেন৷
রাজধানী সৌল থেকে ৬৫ কিলোমাটির দূরে নির্মাণাধীন এক এলিভেটেডওয়ের ৫০ মিটার উঁচু একটি বিম ভঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে৷
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কো কিয়ং-মান এক সংবাদ সম্মেলনে জানান, ব্রিজের উপরে একটি ডেক বসানোর কাজ করছিলেন শ্রমিকেরা৷ ১০জন লোক ডেকের উপরে কাজ করছিলেন৷ বিমটি ভেঙে পড়লে তারা উপর থেকে দুই পাশে পড়ে যান৷
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সংশ্লিষ্ট বিভাগগুলোকে সামর্থ্যের সবটুকু নিয়ে ঘটনস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেন৷
ঠিকাদারের দুঃখপ্রকাশ
এই নির্মাণ প্রকল্পের প্রধান ঠিকাদার হিউন্দাই ইঞ্জিনিয়ারিং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে৷ এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘‘যারা নিহত ও আহত হয়েছেন, তাদের প্রতি আমরা দুঃখ প্রকাশ করে আন্তরিকভাবে মাথা নত করছি৷''
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় কর্মক্ষেত্রে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে থাকে৷ দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কর্মক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট অন্তত আট হাজার প্রাণহানির ঘটনা ঘটেছে৷ কর্মক্ষেত্র নিরাপদ রাখতে ২০২২ সালে আইন পাশ করা হলেও হতাহতের ঘটনা কমছে না৷
সূত্র : ডিডব্লিউ