নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা, অস্ত্র, চেক জালিয়াতিসহ ৯ মামলার আসামি আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লাক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ। এরপর তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।
তিনি বলেন, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য লাক মিয়া পলাতক ছিলেন। তার বিরুদ্ধে জেলার আড়াইহাজার, নরসিংদীর মাধবদী ও রাজধানীর ভাটারা থানায় হত্যা, অস্ত্র, চেক জালিয়াতিসহ অন্তত ৯টি মামলা রয়েছে। চেক জালিয়াতি মামলায় লাক মিয়া এক বছরের দণ্ডপ্রাপ্ত আসামিও।
সহকারী পুলিশ সুপার আরও বলেন, লাক মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে লাক মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।