1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

নারী ফুটবলারকে ‘মোটা’ বলায় ফেডারেশন সভাপতি বরখাস্ত

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

পানামার ফুটবল ফেডারেশনের সভাপতি ম্যানুয়েল আরিয়াসকে ছয় মাসের জন্য বরখাস্ত করেছে ফিফা। দেশটির এক নারী ফুটবলারকে ‘মোটা’ বলে সম্বোধন করার কারণে আরিয়াসকে এই শাস্তি দিয়েছে ফিফা।

পানামা জাতীয় দল ও তুরস্কের ফেনেরবাচে ক্লাবের ফুটবলার মার্তা কক্সকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন আরিয়াস। ২০২৩ সালের মার্চে ঘটেছিল এই ঘটনা। সেই ঘটনায় এবার শাস্তির মুখে পড়লেন আরিয়াস।

সে সময় পানামার নারী ফুটবল অবকাঠামো নিয়ে বেশ সমালোচনা করেছিলেন কক্স। অপেশাদার লিগে নারী ফুটবলারদের ঠিকঠাক বেতন না পাওয়া, মাঠসংকট ও অনুশীলনের পর্যাপ্ত সুবিধা না থাকা নিয়ে কথা বলেছিলেন এই নারী ফুটবলার। পানামা ফুটবল নিয়ে কক্সের ওই সমালোচনা ভালোভাবে নেননি আরিয়াস।

কক্সের ওই মন্তব্যের পর তাকে রীতিমতো ব্যক্তিগত আক্রমণ করে বসেন আরিয়াস। তিনি বলেছিলেন, ‘সে এখন আকারের বাইরের চলে গেছে। সে মোটা এবং মাঠে নড়াচড়াও করতে পারে না।’

ফেডারেশন সভাপতির এমন মন্তব্যে প্রতিবাদও জানান কক্স। এমনকি এই ফুটবলার জানিয়েছেন, এ ঘটনায় আরিয়াস ক্ষমা না চাইলে জাতীয় দলের হয়ে আর খেলবেন না তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট