সকলের জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদে সমৃদ্ধ, তবে বিলুপ্তির পথে থাকা প্রজাতি রক্ষায় নবীন কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বুধবার সাভারে বিসিএস লাইভস্টক একাডেমিতে ‘নবনিয়োগপ্রাপ্ত ৪৩তম বিসিএস (পশুসম্পদ) ও বিসিএস (মৎস্য) ক্যাডার কর্মকর্তাগণের অবহিতকরণ কোর্স’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, খাদ্যের ক্ষেত্রে শুধু পুষ্টি নিশ্চিত করাই যথেষ্ট নয়, নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ফিড নিরাপদ থাকলে মাছ-মাংসও নিরাপদ হবে।
তিনি জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ, কৃষি মন্ত্রণালয়ের কীটনাশক ও হার্বিসাইড ব্যবহারের প্রভাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে নবীন কর্মকর্তাদের সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিসিএস পশুসম্পদ ক্যাডারের ৯৫ জন এবং বিসিএস মৎস্য ক্যাডারের ৩৮ জন নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন।