1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন ৫৯ প্লেনযাত্রী

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

নাইজেরিয়ায় ৫৯ জন যাত্রীসহ একটি বাণিজ্যিক বিমান বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। মঙ্গলবার রাতে দেশটির কানো রাজ্যের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে দুর্ঘটনা এড়ায় বিমানটি।

ম্যাক্স এয়ারের বোয়িং ৭৩৭ ফ্লাইটটি মঙ্গলবার রাতে অবতরণের সময় নোজ ল্যান্ডিং গিয়ারের চাকা হারায় বলে জানান কয়েকজন যাত্রী। এরপর বিমানের চাকা বিস্ফোরিত হয়ে রানওয়েতে পিছলে থেমে যায়।

কানো রাজ্যের ম্যাক্স এয়ারের ম্যানেজার বেলো রমাদান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বোয়িং ৭৩৭ ফ্লাইটটিতে ৫৯ জন যাত্রী ছিলেন। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট