পাবনার সাঁথিয়ায় সড়কে গাছের গুঁড়ি ফেলে যানবাহনে ডাকাতির ঘটনায় মামলা দায়ের হয়েছে।
শনিবার (১ মার্চ) রাতে মামলাটি দায়ের করা হয়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত শাহীন মন্ডল নামের এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে ওসি সাইদুর রহমান জানান, শাহীন মন্ডল ঢাকা থেকে মাইক্রোবাসে পাবনায় তার গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সাঁথিয়া তলট ব্রিজের পাশে ছেচানিয়া এলাকায় ডাকাতের কবলে পড়ে। ডাকাতদল তাদের নগদ টাকা, মোবাইল লুট করে নিয়ে গেছে। শাহীন মন্ডলের সঙ্গে তার আশপাশে আরও ৫/৬টি যানবাহনে ডাকাতদল হানা দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত ডাকাতির সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে, ডাকাতির ঘটনায় প্রত্যক্ষদশী ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, অন্তত ২০টি গাড়িতে ডাকাতি হয়। আর কিছু গাড়ি পেছনে আসার পর ডাকাতির ঘটনা টের পেয়ে তারা দ্রুত গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যায়।
তবে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডলের দাবি, একটি মাইক্রোবাস, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল- এই তিনটি গাড়িতে ডাকাতি হয়। এর বাইরে আর কোনো গাড়িতে ডাকাতি হয়নি। খুব শিগগিরই ডাকাতদলকে গ্রেপ্তার করা হবে।