1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

ফসলি জমি থেকে লাশ উদ্ধার

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সুতি পাড়া নান্নার আঞ্চলিক সড়কের গোপালকৃষ্ণপুর ধাইরা এলাকার মজিবুর রহমানের দোকান ঘরের পশ্চিম পাশে একটি খেসারি জমি থেকে এ লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ওই ব্যক্তিকে খুন করে লাশ ফেলে গেছে অজ্ঞাতরা। ওই ব্যক্তির শরীরে কোপের চিহ্ন রয়েছে।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় ফোন দেয়। খবর পেয়ে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ধামরাই থানায় মামলা করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট