চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় এক বাসার মালিকপক্ষকে জিম্মি করে মালামাল লুটের চেষ্টাকালে দুই জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও শীর্ষস্থানীয় ব্যবসায়ী আবুল খায়েরের মেয়ের জামাতা লোকমান হাকিমের বাসায় থাকা লোকজনকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করে ৩ জন লোক। অভিযুক্তরা সবাই ওই বাসার কর্মচারী। খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) টিম বাসাটিতে অভিযান পরিচালনা করে। এ সময় একজন ভুক্তভোগী উদ্ধারের পাশাপাশি দুজন অভিযুক্তকে আটক করা হয়। একইসঙ্গে একজন অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থল থেকে এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। দুজনকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।