আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন প্রেসিডেন্ট জো বাইডেন। তার জায়গায় যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়ের আগে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে শেষ বারের মতো ভাষণ দেন বাইডেন। আর সেই ভাষণে অনেক কথার ভিড়ে তিনি মার্কিনিদের সতর্ক করে দিয়েছেন ধনকুবের বা অলিগার্কদের নিয়ে।
বাইডেন বলেন, ‘আজ, আমেরিকায় একটি ব্যাপক সম্পদ, ক্ষমতা এবং প্রভাবের অধিকারী অলিগার্ক আবির্ভূত হচ্ছে। যেটা আক্ষরিক অর্থে আমাদের গোটা গণতন্ত্র, আমাদের মৌলিক অধিকার, আমাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে।’
একই ভাষণে এই অতি ধনী মানুষের হাতে ক্ষমতা কতটা বিপজ্জনক এবং তাদের ক্ষমতার অপব্যবহার যদি না থামানো হয়; তাহলে এর পরিণতি কতটা বিপজ্জনক হবে সে দিকেও জোর দেন বাইডেন।