নেপালের কাঠমান্ডুর এক তরুণীকে স্পর্শকাতর ছবি ও ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল করায় বাংলাদেশের নাগরিককে গ্রেপ্তার করেছে সিআইডি। ব্ল্যাকমেইল এর কারণে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানায় কাঠমান্ডুর ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো- এনসিবি। এ ঘটনায় কাঠমান্ডুর ইন্টারপোলের মাধ্যমে মোহাম্মদ জাবেদ ওমর (২০) নামের ওই ছেলেটিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সিআইডিসহ যৌথবাহিনী।
গত ১৫ জানুয়ারি সিআইডির সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ও বাংলাদেশ পুলিশের যৌথ অভিযানে আসামির অবস্থান সনাক্ত করে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে মোহাম্মদ জাবেদ ওমর (২০) কে গ্রেপ্তার করা হয়। আসামি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হালিমপুর গ্রামের মোহাম্মদ সামশুল ইসলাম ও মাতা মর্তুজা বেগমের ছেলে।
আসামির নিকট থেকে একটি Poco X3 মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বর্ণিত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং জব্দকৃত মোবাইল ফোনে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া গিয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী।