1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

বিশ্বকাপ নিশ্চিতের লক্ষ্যে ব্যাটিংয়ে ভালো শুরু বাংলাদেশের

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

আজ জিতলেই আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। হারলেও সুযোগ থাকছে—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মেয়েদের মুখোমুখি হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লাহোর সিটি ক্রিকেট এসোসিয়েশন মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৬ রান। ফারজানা হকের সঙ্গে ক্রিজে রয়েছেন শারমিন আক্তার। এর আগে ৯ বলে ৬ রান করে সাজঘরে ফিরে গেছেন সুবহানা মোস্তারি।

টানা তিন ম্যাচে জয়ে বিশ্বকাপ বাছাইপর্বে বেশ সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে রেকর্ড ১৭৮ রানে পরাজিত করেছিল জ্যোতিরা। এরপর আয়ারল্যান্ডকে নাটকীয় ম্যাচে ২ উইকেটে হারায়। বাছাইপর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৪ রানের জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের এই সাফল্যের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ এ পর্যন্ত তিন ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। বাছাইপর্বের ঠিক আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

ফারজানা হক, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস, নাহিদা আক্তার, রাবেয়া খানা ও মারুফা আক্তার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট