ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক দ্রব্য আইন মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আকরামুজ্জামানকে (৬৯) গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয়ভাবে কুয়েতি আকরাম নামে পরিচিত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে ফরিদপুর কারাগারে পাঠিয়েছে আলফাডাঙ্গা থানা পুলিশ। রোববার রাতে উপজেলার গোপালপুর এলাকা থেকে আকরামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আকরাম উপজেলার কুচিয়াগ্রাম এলাকার বাসিন্দা। তিনি কুয়েত বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি উপজেলা বিএনপি কর্মী ও পৌর এলাকার বুড়াইচ পূর্বপাড়া এলাকার বাসিন্দা লাভলু সর্দারের দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আকরাম এজাহারভুক্ত আসামি। ওই মামলায় আলফাডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলীম সুজা, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুসা মিয়াসহ ১৭০ জনকে আসামি করা হয়েছে।
আলফাডাঙ্গা থানার ওসি হারুন-অর রশীদ বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।