বিপিএলে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই মেজাজ হারাতে দেখা গেছে তামিম ইকবালকে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় ফিল্ডার সাব্বির রহমানের সঙ্গে বিবাদে জড়াতে দেখা গেছে তাকে। যেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে যা নিয়ে বেশ আলোচনা হয়।
সাব্বিরের সঙ্গে তামিমের দ্বন্দ্বের বিষয়টি ঘটে ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। তামিমের একটি শর্ট বাউন্ডারি লাইনে ঠেকিয়ে সেটি ফেরত না পাঠিয়ে একটু সামনে ফেলেন সাব্বির। যা দেখে রেগে যান তামিম। এ সময় সাব্বিরকে ঢেকে তাকে বলতে শোনা গেছে, ‘বেশি লাগতে যায়ো না সাব্বির, বেশি লাগতে যায়ো না।’ এরপর আরও কিছু বলেন তামিম। যদিও তা স্পষ্ট শোনা যায়নি।
তামিমের এমন আচরণে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। সাব্বিরের চেয়ে বরং তামিমের দুষ দেখছেন কেউ কেউ। যা নিয়ে এবার কথা বলেছেন সাব্বির।