1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে বাংলাদেশি যুবক আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

বিনা পাসপোর্টে অবৈধভাবে তেঁতুলিয়া সীমান্ত প্রবাহিত মহানন্দা নদী পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হয়েছেন সুমন রায় (২৬) নামে বাংলাদেশি এক যুবক।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজারের সীমান্তবর্তী মেইন পিলার ৪৪৩/২ এস’র ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অতিক্রমের সময় পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির টহল দল তাকে আটক করে। আটককৃত যুবক ঠাকুরগাঁও জেলার ঢেলারহাট এলাকার অরুণ রায়ের ছেলে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে ভারত হতে উপজেলার সদরের পুরাতন বাজারের সীমান্ত প্রবাহিত মহানন্দা নদী পার হয়ে অনুপ্রবেশ করছিলেন ওই যুবক। তা দেখতে পেয়ে নদীতে পাথর শ্রমিকরা বিজিবিকে খবর দিলে বিজিবির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

ওই যুবক জানান, দালাল চক্রের মাধ্যমে সে ভারতে গিয়েছিল। আবার দালালের মাধ্যমে মহানন্দা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করলে সে আটক হয়। তার কাছে কোনো পাসপোর্ট নেই।

 

বিজিবি জানান, আটক হওয়া ওই ব্যক্তিকে উপস্থিত লোকজনের সামনে জিজ্ঞেসা করলে তিনি পাসপোর্ট ব্যতিত অবৈধভাবে গত বছর ২০ নভেম্বর আটোয়ারীর উপজেলার মির্জাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছেন বলে স্বীকার করেন। আটককৃত ব্যক্তিকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

তেঁতুলিয়া বিজিবি কোম্পানি সদরের হাবিলদার জালাল উদ্দীন সাংবাদিকদের বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়ার সদর ইউনিয়নের পুরাতন বাজার এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, বিজিবি এক বাংলাদেশি যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট