1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

মাদকমুক্ত মানিকগঞ্জ দাবিতে মানববন্ধন, ঘিওরে রিসোর্ট বন্ধের দাবি

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

মানিকগঞ্জে মাদক ব্যবসা বন্ধ এবং এ ব্যবসায়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আলেম ও ওলামারা।

রোববার সকালে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা শেখ মাহবুবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আশিকুর রহমান ছানোয়ার, মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ, মাওলানা আবদুল মতিন এবং ছাত্র প্রতিনিধি রমজান মাহমুদ, লিটন মিয়া প্রমুখ।

মুফতি আবদুল হান্নান বলেন, ঘিওর উপজেলার বালিয়াখোড়া এলাকায় গরুর খামার করার জন্য কৃষকদের কাছ থেকে জমি কেনা হয়। কিন্তু সেখানে খামার না করে ডেরা নামে একটি রিসোর্ট করা হয়। এ রিসোর্টে এখন বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড, মাদকের আখড়াসহ অপকর্মের আখড়া তৈরি করা হয়েছে। সেখানে যে অপকর্ম করা হয় তা সঠিকভাবে তদন্ত করে রিসোর্টের অপকর্ম বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট