মানিকগঞ্জের দুই উপজেলায় পারিবারিক কলহের জেরে দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। জেলার শিবালয়ে ফাঁস দিয়ে এক শিক্ষানবিশ আইনজীবী ও সিংগাইরে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শিবালয়ে পারিবারিক কলহের জেরে ফাঁস দিয়ে বজু চৌধুরী (৪০) নামে মানিকগঞ্জ জজ কোর্টের এক শিক্ষানবিশ আইনজীবীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৯টার দিকে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত বজু চৌধুরী উপজেলার মহাদেবপুর উত্তরপাড়া এলাকায় বিকাশ চন্দ্র শীলের ছেলে।
শিবালয় পুলিশ জানান, পারিবারিক কলহের জেরে সোমবার সকাল ৯টার দিকে বসতঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিক্ষানবিশ আইনজীবী বজু চৌধুরী। বিষয়টি টের পেয়ে তার মা ও প্রতিবেশীরা ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এদিকে সিংগাইর উপজেলায় স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাহিদা আক্তার (২২) নামের এক গৃহবধূ। সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাহিদা আক্তার বায়রা ইউনিয়নের গারাদিয়া দক্ষিণপাড়া এলাকার প্রবাসী সুজন মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের বাইমাইল এলাকায়। পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। স্বামী বিদেশ যাওয়ার পর সাহিদা আক্তার, তার মা এবং শাশুড়িসহ তিনজন একই বাড়িতে থাকতেন।
নিহতের শাশুড়ি রোকেয়া বেগম বলেন, সকালে ফজরের নামাজ শেষ করে বউকে রুমে দেখতে না পেয়ে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাই না। রুমের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। ভাবলাম ভেতরেই আছে। সকালে রান্নার সময় দরজায় ধাক্কা দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। চালের ফাঁকা দিয়ে উঁকি দিয়ে রুমের ভেতরে তার ঝুলন্ত দেহ দেখি। তখন আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, মৃত সাহিদা আক্তারের মোবাইল ফোন পুলিশ উদ্ধার করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এবং ফোনের কল রেকর্ড পর্যালোচনা করে তার মৃত্যুর বিষয়ে জানা যাবে।