ভোলার লালমোহন উপজেলায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় জান্নাত বেগম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ ঘটনায় ঘটে। শিশু জান্নাত ওই একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী গ্রামের বাসিন্দা মো.আকবর হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শিশু জান্নাত তার মায়ের হাত ধরে সঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় ভোলার চরফ্যাশন উপজেলা থেকে ভোলা সদরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন শিশু জান্নাত। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাতকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.মাসুদ হাওলাদার বলেন, শিশু জান্নাতকে ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।