1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

রাজশাহীতে সাংবাদিকদের মতবিনিময় সাংবাদিকতায় ভয়ের সংস্কৃতি এখনও আছে

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

সাংবাদিকতায় ভয়ের সংস্কৃতি ও সেলফ সেন্সরশিপের বাস্তবতা এখনও একইভাবে বহাল রয়েছে বলে মনে করেন সাংবাদিকরা। সোমবার ‘গণঅভ্যুত্থান পরবর্তী সাংবাদিকতা : সংস্কার ও সম্ভাবনায় করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় রাজশাহীর সাংবাদিকরা এমন মন্তব্য করেন।

সভায় সাংবাদিকরা বলেন, দীর্ঘদিন দেশে সত্যিকার অর্থে সাংবাদিকতা না থাকায় মাঠে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন পক্ষের হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন তারা। সাংবাদিকদের ওপর টার্গেটেড আক্রমণ ঠেকাতে প্রতিষ্ঠানের পরিচয় লুকিয়ে, এমনকি বুলেট প্রুফ জ্যাকেট খুলেও কাজ করতে হয়েছে।

তাদের মতে, এখনও মানসিক দাসত্ব থেকে সাংবাদিকদের মুক্তি মেলেনি। অনেকেই জানান, বর্তমান ক্ষমতাকে কোনোভাবেই প্রশ্ন করা যাচ্ছে না। ৫ আগস্ট দেশব্যাপী বিভিন্ন স্থাপনা ধ্বংস ছাড়াও পরবর্তী ঘটনা এবং বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িতদের বিষয়ে সংবাদ দেশের সব গণমাধ্যমে উপেক্ষিত হয়েছে।

 

সাংবাদিকরা আরও বলেন, সংবাদমাধ্যমগুলোতে যে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে, এতে আমূল সংস্কারের সম্ভাবনা প্রায় ক্ষীণ। রাষ্ট্র ও সরকারের আচরণে ও ভেতরে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত না হলে আলাদা করে সংবাদমাধ্যমের সংস্কার সম্ভব নয়। ক্ষেত্র বিশেষে গণমাধ্যমে ঢালাও চাকরিচ্যুতি ও উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকের নামে ঢালাও মামলা দায়েরের ঘটনাও গণমাধ্যমকে একপাক্ষিক সংবাদ প্রকাশে ও প্রচারে বাধ্য করছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট