মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের থিম সং ‘নতুন সূর্য নতুন এক গান আগলে রাখে আমায় এই মাটির ঘ্রাণ’ প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনে ‘সবার আগে বাংলাদেশ’-এর আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি থিম সংটি প্রকাশ করেন।
শহীদ উদ্দিন চৌধুরী বলেন, গত ১৫-১৬ বছরে মানুষ বিজয় দিবস উদ্যাপন করতে পারেনি।
তিনি বলেন, আগামীর পথ মসৃণ নয়। আরও সজাগ ও ঐক্যবদ্ধ থেকে আগামীর পরিস্থিতি মোকাবিলা করতে হবে, গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে।
বাংলাদেশকে সুন্দর করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা রয়েছে বলেও জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী প্রমুখ।