1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

সাইফের শরীর থেকে বেরুল ছুরির অংশ, সন্দেহভাজন তিনজন আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত সাইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে চলা এই অস্ত্রোপচারে ইতোমধ্যেই চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন।

এছাড়া সাইফের স্নায়ুর অস্ত্রোপচারও সফলভাবে শেষ হয়েছে। একইসঙ্গে শেষ হয়েছে অভিনেতার ‘কসমেটিক সার্জারি’ও।

হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে বরাদ দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ।

লীলাবতী হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলা এবং ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সন্দেহভাজনকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, বুধবার রাত ২টার দিকে সাইফের বাড়িতে হানা দেয় দুষ্কৃতকারী। ডাকাতির উদ্দেশ্যেই এই হানা বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। ওই দুষ্কৃতকারী সাইফকে ছুরি দিয়ে জখম করে বলে অভিযোগ। পরে জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে।

মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সাইফ। এই আবাসনেই থাকেন অভিনেতার স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সাইফদের সঙ্গে থাকেন তার দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ।

প্রাথমিকভাবে জানা গেছে, দুষ্কৃতকারী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এবং তার পরিবারের অন্য সদস্যেরা। আওয়াজ পেয়ে বাড়ির সকলে উঠে পড়লে আবাসন থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতকারী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট