বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার সেলিম খান-সালমা দম্পতির চার ছেলেমেয়ে— সালমান খান, আরবাজ খান, সোহেল খান ও অলিভিয়া খান অগ্নিহোত্রী। পরে ১৯৮০ সালে দ্বিতীয় স্ত্রী হেলেনকে বিয়ে করেন সেলিম খান। এ চিত্রনাট্যকার দ্বিতীয় স্ত্রীকে বিয়ের পর যে কথা বলেছিলেন সন্তানদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খান বলেন, আমি সত্যিই সৌভাগ্যবান যে, আমার দুজন স্ত্রী খুব মিলেমিশে থাকেন। দুজনেই যথেষ্ট সুন্দরী। তার চেয়েও বড় কথা— সৌন্দর্য বজায় রেখেই তাদের বয়স বাড়ছে। তিনি বলেন, একসময়ে প্রথম স্ত্রী ও তার সন্তানদের তিনি নিজেই জানিয়েছিলেন— হেলেনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। প্রথমে বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি প্রথম স্ত্রী সালমা খান।
সেলিম খান বলেন, প্রথম খবরটা দেওয়ার পর, সালমা কিন্তু আমার সঙ্গে হাত মেলায়নি। আমাকে খোঁচা দিয়ে বলেছিল— কী ভালো কাজই না আমি করছি। প্রথমে আমাদের সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা খুবই অল্প দিনের জন্য। পরে সব কিছু মেনে নেওয়া হয়।