1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

হেসুসের হ্যাট্রিকে লিগ কাপের সেমিতে আর্সেনাল

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়ে ইংলিশ লিগ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্সেনাল। হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল হেসুস।

ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যাম ও এভারটনের বিপক্ষে সবশেষ দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা ব্যাকফুটে ছিল মিকেল আর্তেতার শিষ্যরা। তাই লিগ কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাড়তি সতর্ক থাকার চেষ্টা করে গানার শিবির।

যদিও ঘরের মাঠে দুর্বল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শুরুতেই হোঁচট খায় আর্সেনাল। ম্যাচের চতুর্থ মিনিটে জিন মাতেতার গোলে লিড নেয় ক্রিস্টাল। বিরতির পর গ্যাব্রিয়েল হেসুসের গোলে সমতায় ফেরে আর্সেনাল। এমিরেটসে প্রায় এক বছরেরও বেশি সময় পর গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এরপর ৭৩ ও ৮১ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন হেসুস। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। শেষ দিকে এনকেটিয়া একটি গোল শোধ করলেও পরাজয় এড়াতে পারেনি ক্রিস্টাল প্যালেস। এই জয়ে ইংলিশ লিগ কাপে শেষ চারের টিকিট নিশ্চিত করলো আর্সেনাল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট