সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি শেখ সাইদকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সাভার পৌর এলাকার বাজার রোডের সিঙ্গার শো-রুমের পেছনের একটি বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
গ্রেফতার সাইদ সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের এপিএস ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় যুবলীগ নেতাও।
ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যার ৬টি মামলা রয়েছে। তিনি ওই বাসায় আত্মগোপনে ছিলেন।