1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ভোলার দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন ঢালচরে গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. শরীফ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

মঙ্গলবার (১১ মার্চ) ভোরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

মো. শরীফ ঢালচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮-এর ভোলার ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মার্চ মামলাটির এজাহারভুক্ত আসামিরা ১৯ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ করে ভিডিও ধারণা করে। ধর্ষণের ঘটনাটির এক বছর পরে আসামি শরিফ নিজের ফেসবুক আইডিতে ধর্ষণের ধারণকৃত ভিডিওটি পোস্ট করে। পরে শরিফসহ পাঁচজনের বিরুদ্ধে গত ২০ ফেব্রুয়ারি দক্ষিণ আইচা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ভুক্তভোগী তরুণী।

ভোলা র‍্যাব-৮-এর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার রিফাত অভি বলেন, অভিযানে গ্রেপ্তার হওয়া আসামি মো. শরীফ ঢালচর ইউনিয়নের গণধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে স্থানীয় থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট