চট্টগ্রামে কিশোরী শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ফারুক (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কর্ণফুলী থানার চরপাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবক ভুক্তভোগীর কিশোরীর ভগিনীপতি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার ফারুক তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বাড়িতে রাতে সবাই ঘুমিয়ে গেলে ফারুক তার শ্যালিকার রুমে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী ওই কিশোরী চিৎকার করলে ফারুক তার রুমে চলে যান।
সোমবার বিকালে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ফারুককে আটকে রেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পরে ভিকটিম কিশোরীর পিতা (ফারুকের শ্বশুর) কর্ণফুলী থানায় বাদী হয়ে জামাতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ জানান, শ্বশুরের দায়ের করা মামলায় গ্রেফতার ফারুককে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি চলমান রয়েছে।