1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

ফ্যাসিস্ট-জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই: জামায়াত আমির

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঝালকাঠির শহিদ সেলিম তালুকদারের নবজাতক শিশু সাইমা সেলিম রোজাকে দেখতে ঝালকাঠি সফর করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে ঝালকাঠিতে পৌঁছান তিনি। এ সময় ঝালকাটি প্রেস ক্লাবের সামনে পথসভায় বক্তব্য রাখেন।

এ সভায় আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, যারা সেলিম তালুকদারকে হত্যা করে পুরো একটি পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে, সেই ফ্যাসিস্ট-জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই। বাংলাদেশ পেনাল কোড যে ধারায় সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, আমরা সেই সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

ডা. শফিকুর রহমান বলেন, গড়িমসি করে সময় ক্ষেপণ করার দরকার নেই। অল্প সময়েই খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা এবং বাস্তবায়নকারীদের বিচার ও শাস্তির আওতায় দেখতে চাই।

পরে শহরের কৃষ্ণকাঠি এলাকায় শহিদ সেলিম তালুকদারের শ্বশুর বাড়িতে এসে সেলিমের স্ত্রী সুমি আক্তারের কোল থেকে ১০ দিনের শিশু রোজাকে কোলে নিয়ে তিনি বলেন, শহিদ সেলিমের জন্ম রমজান মাসে। এজন্য তার আরেকটি নাম ছিল রমজান। যা ফার্সি শব্দ। কুরআনের ভাষায় সাওম বা সিয়াম। সবমিলিয়ে রোজার অভিভাবকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি, তার নাম হবে সাইমা সেলিম রোজা। এখন থেকে সে এই নামেই পরিচিত হবে।

তিনি বলেন, শিশুটি শহিদের সন্তান হিসেবে মর্যাদার সঙ্গে বড় হবে ইনশাআল্লাহ। যার বাবা দেশের জন্য আপসহীন হয়ে গুলির সামনে বুক পেতে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে শহিদ হয়েছেন, সেও যেন তার বাবার অনুসারী হয়ে ভালো মানুষ ও দেশপ্রেমিক হতে পারে। আল্লাহ যেন জাতির খেদমতে এই মেয়েটাকে উপযুক্ততা দিয়ে তৈরি করেন।

জামায়াত আমির বলেন, বাবা সেলিম তালুকদারের মৃত্যুর ৭ মাস পরে কন্যা রোজার জন্ম। সে আজীবন বাবার ভালোবাসা, আদর ও মমতা থেকে বঞ্চিত হলো।

পথ সভায় ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমির অধ্যাপক আ. জব্বার ও শহিদ সেলিম তালুকদারের পিতা সুলতান হোসেন তালুকদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট