1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

পঞ্চগড়ে গুম ও হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে ছাত্র-জনতার আন্দোলনে আল-আমিন নামে এক রিকশাচালককে হত্যা ও মরদেহ গুমের অভিযোগে করা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি তাকে কারাগারে প্রেরণেরও আদেশ দেন আদালত।

রোববার (১ ডিসেম্বর) সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মো. আশরাফুজ্জামান এই আদেশ দেন।

এ বিষয়ে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আল-আমিন সামনের সারির যোদ্ধা ছিলেন। তাকে গুম করে হত্যা করা হয়েছে। আমরা নূরুল ইসলাম সুজনের জামিনের বিরোধীতা করেছি। শিগগিরই রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

এদিকে, আসামিপক্ষের আইনজীবী মির্জা সারোয়ার হোসেন বলেন, আমরা নূরুল ইসলাম সুজনের জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। তবে আদালত কারাগারে তার ডিভিশন মঞ্জুর করেছে।

এর আগে, গতকাল শনিবার (৩০ নভেম্বর) রাতে সেনা ও পুলিশ পাহারায় নূরুল ইসলান সুজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পঞ্চগড় জেলা কারাগারে আনা হয়।

গত ১০ নভেম্বর নূরুল ইসলাম সুজনকে প্রধান আসামি করে মোট ১৯ জনের নামে এই মামলাটি দায়ের করেন নিহত আল-আমিনের বাবা মনু মিয়া। মামলায় আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া, একই আসনের সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা ছাত্রলীগের সভাপতি আবু নোমান হাসান, সাধারণ সম্পাদক সাদমান সাদিক প্লাবন পাটোয়ারী, পঞ্চগড় পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, হাসনাত মো. হামিদুর রহমান, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জল।

প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর একাধিক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হন নূরুল ইসলাম সুজন। এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হন তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন। ওই সময় নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নূরুল ইসলাম সুজন। গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশত্যাগের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট