রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক ফুল ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায়। বর্তমানে হাজারীবাগ এলাকায় থাকতেন।
নিহত আনোয়ারের ছেলে অনিক হোসেন জানান, শাহবাগ মোড়ে ফুটপাতে ফুলের দোকান রয়েছে তার বাবার। ভোরে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। এরপর সকাল ৬টার দিকে তিনি ফোন কলে খবর পান শাহবাগ মোড়ে বাসের ধাক্কায় তার বাবা মারা গেছেন। পরে হাসপাতালে গিয়ে বাবার মরদেহ দেখতে পান।
চিকিৎসকের বারত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস কবির জানান, ভোরে ঢাকা ক্লাবের উল্টা পাশে বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই ফুল ব্যবসায়ী। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই বাস জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।