1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

জেলা প্রতিনিধি নেবে স্টার বাংলা টেলিভিশন (ঢাকা সহ সারা দেশে)

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নেবে স্টার বাংলা টেলিভিশন (ঢাকা সহ সারা দেশে)

পদের নাম: জেলা প্রতিনিধি,উপজেলা প্রতিনিধি, থানা প্রতিনিধি,
কর্মস্থল: সারা দেশ

দায়িত্বসমূহ:
1. সহজ ভাষায় প্রতিবেদন তৈরি করা।
2. সাংবাদিকতা পেশার নিয়মানুবলী মেনে চলা।
3. জাতীয় সমসাময়িক ঘটনা সম্পর্কে অবগত থাকা।
4. নতুন বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকা।
5. যে কোনো পর্যায়ের ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক রাখা।

শিক্ষাগত যোগ্যতা:
আগ্রহী প্রার্থীককে এইচএসসি/ স্নাতক/সমমান পাস হতে হবে।(অভিজ্ঞতাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল)

অন্যান্য যোগ্যতাসমূহ:
* আগ্রহী প্রার্থীর উচ্চারণ শুদ্ধ হতে হবে।
* সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বিশেষত জেলার সাধারণ বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা:
যে কোনো টেলিভিশন অথবা গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন জমা দেওয়ার নিয়ম:
আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে নীচের প্রদত্ত লিঙ্কে ফর্ম পূরণ ও জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।

ফর্ম লিংক:
https://www.starbanglatvchannel.com

আবেদন করুন ই-মেইলে: starbanglatv26@gmail.com

মোবাইল নম্বর :-০১৮৭৬৪৩৩৮৩৯

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট