1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন

মাদারীপুরে কবরস্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা এলাকার পাতাবালি থেকে ২০টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ হাতবোমা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ঠ্যাংগামারা গ্রামের পাতাবালি এলাকায় অভিযান চালিয়ে সামসুল হক বেপারীর পারিবারিক কবর স্থান থেকে দুই বালতি ভরা অবস্থায় ২০টি হাতবোমা উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট