1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

আগের ম্যাচে বোলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় মেলেনি জয়। এই ম্যাচে ব্যাটাররা মোটামুটি লড়াই করার মত একটা পুঁজি এনে দেওয়ার কাজটা করলেন যথাসাধ্য। বোলারদের জন্য এরপরও চ্যালেঞ্জ ছিল ফর্মে থাকা আইরিশ ব্যাটারদের আটকে দেওয়ার। ১৫ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও লরা ডেলানির ব্যাটে চেপে জয় নিয়েই মাঠ ছাড়ল আয়ারল্যান্ড।

সিলেটে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৪ উইকেটে। নিগারদের করা ৭ উইকেটে ১২৩ রানের জবাবে আয়ারল্যান্ড নারী দল ম্যাচ জিতেছে ১ বল বাকি থাকতে। দলটি সিরিজও জিতেছে ৩-০ ব্যবধানে।

এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হওয়ার তেতো অভিজ্ঞতা হল বাংলাদেশের মেয়েদের। এর আগে ওয়ানডে সিরিজে স্বাগতিকরা জিতেছিল ৩-০ তে।

২০ ওভারের সিরিজে সেটা না হওয়ার মূল কারণ ব্যাটারদের অধারাবাহিকতা। এই ম্যাচে অবশ্য দলকে উড়ন্ত সূচনাই এনে দেন সোবহানা মোস্তারি। চার ওভারেই হয়ে যায় ৩৩ রান। তার ওপেনিং সঙ্গী মুরশিদা খাতুন অবশ্য পারেননি তাল মেলাতে। ১২ বলে করতে পারেন ১২।

তবে দারুণ ছন্দে এগিয়ে যাওয়া সোবহানা রানের গতি কমতে দেননি। তার ব্যাট থেকে আসে দারুণ কিছু শট। তিনে নেমে দুর্দান্ত এক ওয়ানডে সিরিজ কাটানো শারমিন আক্তার দেন যোগ্য সঙ্গ। দ্বিতীয় উইকেটে দুজনে যোগ করেন ৬৯ রান, যা বাংলাদেশ শিবিরে আশা জাগায় ১৫০ প্লাস স্কোরের।

তবে ৪৫ রানে সোবহানা ও ৩৪ রানে শারমিনের বিদায়ের পর দলকে চূড়ান্ত হতাশ করেন পরের ব্যাটাররা। একজনও যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। ফলে সম্ভাবনা থাকার পর ১৪০ রানের আশেপাশেও যেতে পারেনি দলীয় স্কোর।

রান তাড়ায় আয়ারল্যান্ড পায় ইতিবাচক সূচনা। বাংলাদেশ বোলারের চাপে ফেলে ওপেনাররা এনে দেন ফিফটি জুটি। ৩ চারে ২৮ রান করা এমি হান্টারকে বোল্ড করে কাঙ্ক্ষিত উইকেটটা আসে জান্নাতুল ফেরদৌসের হাত ধরে। অন্যপ্রান্তে আরেক ওপেনার গ্যাবি লুইসকে ফেরান রাবেয়া (২১ রান)।

এরপরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশ দ্রুত আরও দুই উইকেট নিয়ে। ৫৫ থেকে ৭০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আয়ারল্যান্ড। পঞ্চম উইকেটে ৩৩ রান করে লড়াইয়ের আভাস জাগান রেবেকা স্টোকেল ও লরা ডেলানি। ১৯তম ওভারের মাত্র ৬ রান দিয়ে রেবেকার উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে ম্যাচটা আরও একবার নিয়ে আসেন নাহিদা আক্তার।

তবে শেষ ওভারে নার্ভ ধরে রাখতে পারেননি স্বর্ণা আক্তার, টানা তিন চার মেরে শেষ ওভারে রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন ডেলানি (৩৬*)। চার ওভারে ১৭ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রাবেয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট