1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

নাটোরে বৈষম্যবিরোধী ছাত্রদের এসিল্যান্ড অফিস ঘেরাও

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭ বার পড়া হয়েছে

নানা অনিয়মের অভিযোগ এনে নাটোর সদর উপজেলার এসিল্যান্ড অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের বঙ্গজল এলাকায় রাণী ভবানী রাজবাড়ী চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী ও পুলিশ সদস্যরা।

ছাত্র প্রতিনিধি শেখ ওবায়দুল্লাহ মীম বলেন, সদরের এসিল্যান্ড কৃষ্ণ চন্দ্র যোগদানের পর থেকেই নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। জমির দলিল খারিজ করতে গিয়ে সেবাগ্রহীতাদের নানা হয়রানির শিকার হতে হয়। সরকার পতন আন্দোলনে তিনি স্বৈরাচারদের পক্ষ নিয়ে নানা অপতৎপরতা চালিয়েছিলেন। এ ছাড়া ইসকনকে অবৈধভাবে বৃন্দাবন মন্দির প্রদান করাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

এ সময় বৈষম্যবিরোধী ছাত্ররা নানা স্লোগান দিয়ে এসিল্যান্ড কৃষ্ণ চন্দ্রকে সদর ভূমি অফিস থেকে সাত দিনের মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন এসিল্যান্ড কৃষ্ণ চন্দ্র। তিনি জানান, সরকারি বিধি মেনেই সকল কাজ করেছেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন‌ বলেন, বৈষম্যবিরোধী ছাত্ররা এসিল্যান্ডসহ ভূমি অফিসের বেশ কয়েকজনের নামে বিভিন্ন অভিযোগ করেছেন। এখানে এসে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে কিছু সমস্যা থাকতে পারে। এই বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে, দুর্নীতি যে করবে তার শাস্তি অবশ্যই হবে। ভূমি অফিসসহ সরকারি সকল দপ্তরের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট