1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

কয়েকজন বিচারপতির বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের অনুমতি রাষ্ট্রপতির

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির অনিয়মের অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে এ সংক্রান্ত চিঠি সুপ্রিমকোর্টে পৌঁছেছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে এখন কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। বঙ্গভবন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ১৫ ডিসেম্বর বিতর্কিত ১২ বিচারপতির মধ্যে বেশ কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এসব বিচারকের আচরণের বিষয়ে প্রাথমিক অনুসন্ধান করে সে সংক্রান্ত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পাঠান।

এ প্রসঙ্গে ওইদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রয়োগ করে সুপ্রিমকোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তথ্যাবলি রাষ্ট্রপতির কাছে ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে।

এর আগে ৪ ডিসেম্বর সুপ্রিমকোর্ট থেকে জানানো হয়, উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির আচরণের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রাথমিক অনুসন্ধান চলছে। এ বিষয়ে যথষ্টে অগ্রগতিও হয়েছে।

এদিকে তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণে সরকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের দ্বারস্থ হয়েছে বলে সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট