1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

হারিছ চৌধুরির দেহাবশেষ স্বজনদের কাছে হস্তান্তর

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

অবশেষে নিজ এলাকায় শায়িত হচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে তার দেহাবশেষ পুলিশ ও স্বজনদের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন মামলার তদারকি কর্মকর্তা এসআই মো. ওয়াজেদ আলী, হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীরসহ তার স্বজনরা।

হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী বলেন, ১৫ বছর ধরে তার পিতাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। যথাযোগ্য মর্যাদায় প্রিয় কানাইঘাটে হারিছ চৌধুরীকে দাফন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণেই তার যুদ্ধটা সহজ হয়েছে। রাষ্ট্র তার মর্যাদাটুকু নিশ্চিত করেছে।

২০২১ সালের ৩ সেপ্টেম্বর মারা যান হারিছ চৌধুরী। পরে তাকে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যীন মাদরাসার কবরস্থানে মাহমুদুর রহমান পরিচয়ে দাফন করা হয়।

মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিছ চৌধুরীর কি না, তা নিশ্চিতে ডিএনএ নমুনা সংগ্রহ করতে গত ১৬ অক্টোবর তার মরদেহ উত্তোলন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট