1. starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com : starbanglatv26@gmail.com starbanglatv26@gmail.com
  2. info@www.starbanglatvchannel.com : স্টার বাংলা টিভি :
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

টঙ্গীতে ২৪ ঘণ্টায় ১৮ ছিনতাইকারী গ্রেফতার

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৮ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকালে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- আনোয়ার হোসেন (২৮), সাগর (২৩), রাজা হোসেন বিশাল (২০), দুরন্ত (২২), মানিক মিয়া (২৯), আজারুল (১৯), তুহিন (১৯), সজিব (২৩), শুভ (২২), সাগর (২২), আবু বক্কর সিদ্দিক (২৩), হাসান (১৮), শুভ (২৮), এমদাদুল (১৪), শুভ (১৭), সিয়াম (১৫), নাছির (১৬) ও সরিফুল ইসলাম (২৩)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছিনতাই প্রতিরোধে টঙ্গী পূর্ব থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এতে ১৮ জন ছিনতাইকারীকে আটক করে থানায় আনা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি ছুরি, দুটি সুইচ গিয়ার ও ১০টি চাকু জব্দ করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© স্টার বাংলা টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট